ঝালকাঠিতে মহাসড়কে চাঁদাবাজী বন্ধে পুলিশের বিশেষ অভিযান; অবৈধ টোলঘর উচ্ছেদ

0
1024
ঝালকাঠিতে মহাসড়কে চাঁদাবাজী বন্ধে পুলিশের বিশেষ অভিযান; অবৈধ টোলঘর উচ্ছেদ
ছবিঃ রতন আচার্য্য, ঝালকাঠি প্রতিনিধি।

খবর৭১ঃ

রতন আচার্য্য, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে মহাসড়কে চাঁদাবাজী বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। আজ শনিবার সকাল ১১টায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে ঝালকাঠি-খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পুলিশ গাবখান সেতুর টোলপ্লাজায় গাড়ি থামিয়ে অতিরিক্ত টোল আদায় কিংবা চাঁদাবাজীর বিষয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করে।

এর আগে পুলিশ শহরের পশ্চিম ঝালকাঠি যুবউন্নয়নের সামনে অবৈধ একটি টোলঘর ভেঙে ফেলে। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দুলাল হাওলাদারের নেতৃত্বে কয়েকজন যুবক মহাসড়ক দিয়ে যাতায়াতকারী সকল যানবাহন থেকে টোলের নামে চাঁদা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় পুলিশ টোলঘরটি ভেঙে ফেলে। এদিকে ঝালকাঠিতে মহাসড়কে চাঁদাবাজী স্থায়ীভাবে বন্ধ করার জন্য বিশেষ অভিযান অব্যহত রাখবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। জেলার মধ্যে কোথায় মহাসড়কে গাড়ি থামিয়ে চাঁদা নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন পুলিশ সুপার। মহাসড়কে চাঁদাবাজী বন্ধে পুলিশের এ অভিযানের প্রশংসা করেছেন গাড়ির চালক ও যাত্রীরা।

অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান।এ ব্যপারে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, ঝালকাঠির মহা সড়কে চাঁদাবাজী বন্ধে আমরা কঠোর অবস্থানে আছি, কোথাও চাদা বাজীর ঘটনা শুনলে আমরা সাথে সাথে ব্যাবস্থা নিচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here