মোবাইল সেবার কর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ

0
445
মোবাইল সেবার কর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ

খবর৭১ঃ বাজেটে মোবাইল সেবার ওপর কর আরেক দফা বাড়িয়েছে সরকার এই দফায় সম্পূরক শুল্ক শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে, যা গত বছরও একই হারে বাড়ানো হয়েছিল

অর্থমন্ত্র মুস্তাফা কামাল আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০২১ অর্থবছরের যে বাজেট ঘোষণা করেন, এতে এই নতুন করে এই কর বাড়ানো হয়। বাজেটের কর প্রস্তাব ঘোষণার পরপরই কার্যকর হয়। ফলে বাড়তি কর টেলিযোগাযোগ কোম্পানি নিজেরা বহন না করলে গ্রাহকের ওপর চাপবে

নতুন করহারে মোবাইল সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ১৫ শতাংশ, সম্পূরক শুল্ক ১৫ শতাংশ সারচার্জ শতাংশ। ফলে মোট করভার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৫৭ শতাংশ

এর মানে হলো, প্রতি ১০০ টাকা রিচার্জে সরকারের কাছে কর হিসেবে যাবে ২৫ টাকার কিছু বেশি। এতদিন তা ২২ টাকার মতো ছিল। বিশ্লেষকেরা এবং কোম্পানিগুলো বলে আসছিল, মোবাইল সেবায় কর বাড়ানোর ফলে সাধারণ মানুষ চাপে বেশি পড়বে

মোবাইল সেবার ওপর কর প্রায় প্রতিবছরই বাড়ে। এনবিআর মোবাইল অপারেটরদের সূত্রে জানা গেছে, ২০১৪১৫ অর্থবছরে মোবাইল সেবার ওপর শতাংশ সারসার্জ আরোপ করা হয়। ২০১৫১৬ অর্থবছরে আরোপ হয় ১৫ শতাংশ হারে ভ্যাট শতাংশ সম্পূরক শুল্ক। ২০১৬১৭ অর্থবছরে সম্পূরক শুল্ক বাড়িয়ে শতাংশ করা হয়। আর চলতি ২০১৯২০ অর্থবছরে সম্পূরক শুল্ক আরও বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে

শীর্ষ দুই মোবাইল অপারেটর গ্রামীনফোণ রবির হিসাবে, তাদের মোট রাজস্ব আয়ের ৫৩ থেকে ৫৬ শতাংশই সরকারের কোষাগারে বিভিন্ন কর ফি বা মাশুল হিসেবে চলে যায়

দেশে মার্চ শেষে মোবাইল গ্রাহক দাঁড়িয়েছে ১৬ কোটি ৫৩ লাখের বেশি। তালিকায় শীর্ষ ধনীরা যেমন আছেন, তেমনি রয়েছেন দরিদ্র মানুষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here