খবর৭১ঃ
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লাসহ সাবেক ৮ সংসদ সদস্য ও অধ্যাপক ড. আনিসুজ্জামানসহ বিশিষ্ট জনদের নামে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
ঢাকা-৫ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লার শোক প্রস্তাবের ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা। এতে অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেগম মতিয়া চৌধুরী, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিরোধী দলীয় প্রধান হুইপ মশিউর রহমান রাঙ্গা।
একাদশ জাতীয় সংসদের সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে ইন্তেকাল করেন। এছাড়া ৭ম অধিবেশন থেকে ৮ম অধিবেশন পর্যন্ত আরো ৮ জন সংসদ সদস্য মৃত্যুবরণ করেছেন। তারা হলেন— গাইবান্ধা-৫ আসনের সাবেক সংসদ সদস্য ওয়ালিউর রহমান রেজা, সংবিধানে স্বাক্ষরকারী অন্যতম সদস্য খন্দকার আসাদুজ্জামান, টাঙ্গাইল-২ সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, সাবেক সংসদ সদস্য আলহাজ মকবুল হোসেন, সাবেক সংসদ সদস্য জহিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য কামরুন নাহার পুতুল, আনোয়ারুল কবির তালুকদার, সাবেক প্রতিমন্ত্রী এম এ মতিন, সৈয়দ রাহমাতুর রব ইরতিজা আহসান প্রমুখ।
এছাড়া, প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশে-বিদেশে যে সকল ডাক্তার, স্বাস্থ্যকর্মী, প্রশাসন-পুলিশের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীগণ, ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অন্যান্য সরকারি-বেসরকারি কর্মচারী মৃত্যুবরণ করেছেন, তাদের মৃত্যুতে এ সংসদ গভীর শোক প্রকাশ করছে। সাম্প্রতিক ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন স্থানে নিহতদের স্মরণে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে। আলোচনা শেষে শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে সংসদে গৃহীত হয়েছে।