লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় ঢাকায় মামলা

0
404
লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা

খবর৭১ঃঃলিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় রাজধানী ঢাকায় একটি মামলা করা হয়েছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ৩৮ জনের বিরুদ্ধে পল্টন থানায় এ মামলা করে। পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে সিআইডির উপ-পরিদর্শক (এসআই) রাশেদ ফজল বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়।

আবু বক্কর সিদ্দিক জানান, আসামিরা দীর্ঘদিন ধরে লিবিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মানুষ পাচার করে আসছিল। মামলাটি সিআইডি তদন্ত করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here