শহজাদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

0
2283
শহজাদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ আজ মঙ্গলবার (০২ জুন) বিকেলে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের মশিপুর নামক স্থানে কোচ ও অটো রিকশার ধাক্কায় একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতরা উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের বাদলবাড়ি গ্রামের বাসিন্দা।

ঘটনার বিবরণে নিহতের ছেলে শুভ কুমার সূত্রধর জানান, আজ মঙ্গলবার বিকেলে পরিবারের সবাই অটোরিকশা যোগে উল্লাপাড়া থেকে শাহজাদপুরে ফেরার পথে বগুড়া-নগরবাড়ী মহা সড়কের শাহজাদপুর উপজেলার মশিপুর কররস্থান নামক স্থানে ঢাকাগামী সরকার এন্টারপ্রাইজ এর একটি কোচ এর সাথে ধাক্কা লেগেই অটো রিকশাটি উল্টে যায়।

এ সময় ঘটনাস্থলেই কাঞ্চু সূত্রধরের স্ত্রী আন্না রানী (৩৫) মারা যায়। এসময় পরিবারের বাকী ৩জন গুরুতর আহত হয়।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কাঞ্চু সূত্রধর মারা যায়, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মেয়ে সিমা রানী সূত্রধর (৯) মারা যায়।

শাহজাদপুর থানার এসআই গোলজার হোসেন জানান, কোচ ও অটো রিকশার ধাক্কায় এক গৃহবধু নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছার পূর্বেই স্বজনেরা নিহতদের লাশ বাড়ি যায়। দুর্ঘটনায় নিহতের বিষয়ে এখন পর্যন্ত শাহজাদপুর থানায় কেউ অভিযোগ করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here