রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আজ মঙ্গলবার (০২ জুন) বিকেলে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের মশিপুর নামক স্থানে কোচ ও অটো রিকশার ধাক্কায় আন্না রানী (৩৫) নামের এক গৃহবধু মহিলা হয়েছে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত গৃহবধু আন্না রানী শাহজাদপুর পৌর এলাকার নিজ বাড়ী বাদলবাড়ী থেকে অটো রিকশা যোগে উল্লাপাড়া যাওয়ার পথে বগুড়া-নগরবাড়ী মহা সড়কের শাহজাদপুর উপজেলার মশিপুর কররস্থান নামক স্থানে ঢাকাগামী সরকার এন্টারপ্রাইজ এর একটি কোচ এর সাথে ধাক্কা লেগেই অটো রিকশাটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই সে মারা যায়।
শাহজাদপুর থানার এসআই গোলজার হোসেন জানান, কোচ ও অটো রিকশার ধাক্কায় এক গৃহবধু নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছার পূর্বেই স্বজনেরা নিহতের স্বজনেরা লাশ বাড়ি যায়। দুর্ঘটনায় নিহতের বিষয়ে এখন পর্যন্ত শাহজাদপুর থানায় কেউ অভিযোগ করেনি।