ঝালকাঠি কারাগারের এক হাজতির মৃত্যু

0
594
ঝালকাঠি কারাগারের এক হাজতির মৃত্যু

রতন আচার্য্য,ঝঅলকাঠি প্রতিনিধিঃঝালকাঠি কারাগারে মাদক মামলায় বিচারাধীন এক হাজতির মৃত্যু হয়েছে। হুমায়ুণ কবির দর্পন (৫৩) নামে ওই ব্যক্তি বরিশাল জেলা শহরের জিয়া সড়কের সৈয়দ হালিম মিয়ার ছেলে।সোমবার রাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান ঝালকাঠি জেল সুপার শফিউউল আলম।

জেল সুপার বলেন, ওই ব্যক্তি কারাগারের ভেতর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সন্ধ্যায় বুকে ব্যথা অনুভব করলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

ময়না তদন্তের জন্য বিচারাধীন ওই হাজতির মরদেহ মর্গে পাঠানো হয়েছে ,ওই ব্যক্তির বিরুদ্ধে ঢাকার খিলগাও থানার ২টি এবং ঝালকাঠি সদর থানায় একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here