খবর৭১ঃ
সুদীপ্ত শামীম, স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাস্থ্য বিভাগের ৮৮ মাঠ কর্মীর সুরক্ষায় তাদের মাঝে পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী’র ব্যক্তিগত অর্থায়নে তাঁর পক্ষে এমপি’র বিশেষ সহকারি নুর মোহাম্মদ রাফি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকারের হাতে পিপিই তুলে দেন।
এসময় মাঠ পর্যায়ের স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রউফ সরকার ও স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।