৩য় ধাপে অর্ধশত পরিবারের মাঝে ত্রান ও নগদ অর্থ বিতরন করলো রংধনু ক্লাব

0
464
৩য় ধাপে অর্ধশত পরিবারের মাঝে ত্রান ও নগদ অর্থ বিতরন করলো রংধনু ক্লাব

মিরসরাই প্রতিনিধিঃ
ঈদকে সামনে রেখে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু ক্লাবের উদ্যোগ দরিদ্র ও অসহায় মানুষের মাঝে তৃতীয় ধাপে অর্ধশত পরিবারের মাঝে ত্রান ও নগদ অর্থ বিতরন করেছে। সোমবার (১৮ মে) শুভপুর বাসস্ট্যান্ড এলাকায় অর্ধশত পরিবারকে ত্রান ও নগদ অর্থ বিতরন রংধনু ক্লাবের উপদেষ্টা মাওলানা রবিউল হোসাইনের মেঝ ভাই চট্টগ্রাম আনসার বাহিনীর সার্কেল এডজুট্যান্ট আমীর হোসেনের আর্থিক সহযোগিতায় ক্লাবের সাধারন সম্পাদক সোহেল উদ্দিনের তত্ত্বাবধানে ত্রান ও নগদ অর্থ বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন ক্লাবের সদস্যরা।

ক্লাবের সভাপতি কিশোর চক্রবর্তী বলেন, বর্তমান কঠিন বিপদের সময় আমীর হোসেন এগিয়ে আসায় আমার তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ও ভবিষ্যতে ক্লাবের পাশে থাকার জন্য আহবান জানাচ্ছি। যে কোনো বিপদে রংধনু ক্লাব নিঃস্বার্থভাবে কাজ করে যাবে। প্রত্যেককে আন্তরিক সহযোগিতার জন্য ধ্যনবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here