সৈয়দপুরে সেবক সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির চারশত সদস্যকে ঈদের উপকরণ প্রদান

0
505

মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধিঃ
সৈয়দপুরে সেবক সঞ্চয় ও ঋনদান সমিতি তাদের চারশত গ্রাহক সদস্যদের মাঝে সেমাই লাচ্ছা চিনিসহ ঈদের উপকরণ বিতরণ করেছে। আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় সমিতির অন্তর্ভূক্ত বিভিন্ন গ্রুপে ওইসব ঈদ উপহার প্রদান করা হয়।

সকালে শহরের হাতিখানা লায়ন্স স্কুল সংলগ্ন এলাকায় ময়না গ্রুপের সদস্যদের মাঝে ঈদের উপকরণ বিতরণ করার মধ্য দিয়ে এ কর্মসুচি শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সমবায় কর্মকর্তা মো. মশিউর রহমান, সেবক সঞ্চয় ঋনদান সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সহ সভাপতি মো. মমিনুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক মো. শাহিবুল ইসলাম লেবুসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা ও সংগঠক বৃন্দ। পরে সৈয়দপুরের ইসলামবাগ,
মুন্সিপাড়া,নতুন বাবুপাড়া, পীরপাড়া, বানিয়া পাড়া, গুয়াবাড়ি,জুম্মা পাড়া, গোলাহাট, চড়কপাড়া,কাজী
পাড়া, বাঙ্গালীপুরসহ বিভিন্ন গ্রুপের চারশত সদস্যদের মাঝে ঈদের উপকরণ বিতরণ করা হয়। এসব উপকরণের মধ্যে ছিল লাচ্ছা সেমাই, সেমাই, চিনি, ২ প্যাকেট দুধ পাউডার ও গোসল করা সাবান। জানতে চাইলে সংগঠনের সহ সভাপতি মো. মমিনুল ইসলাম মিঠু ও সাধারন সম্পাদক মো. শাহিবুল ইসলাম লেবু বলেন করোনাভাইরাস পরিস্থিতিতে অনেকেই অসহয় অবস্থায় দিয়ে দিনযাপন করছেন। তাই তাদের সংগঠনের সদস্যরা যাতে ঈদের দিন সকালে একটু ভাল নাস্তা খেতে পারে সে বিষয়টি মাথায় রেখে সংগঠনের পক্ষ থকে সাধ্যমত সহায়তা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here