ঝালকাঠিতে পুজা উদয়াপন পরিষদ দিলেন কর্মহীন মুসলিমদের ঈদ সামগ্রী

0
527
ঝালকাঠিতে পুজা উদয়াপন পরিষদ দিলেন কর্মহীন মুসলিমদের ঈদ সামগ্রী

রতন আচার্য্য, ঝালকাঠি প্রতিনিধি, ঝালকাঠিতে করোনায় কর্মহীন হয়ে পড়া তিন’শ শ্রমজীবী মুসলিম পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিয়েছে ঝালকাঠি জেলা পুজা উদযাপন পরিষদ।

রোববার সকালে জেলা শহরের মদোনমোহন আখড়া বাড়ি মন্দির প্রাঙ্গন থেকে মুসলিম সম্প্রদায়ের নারী ও পুরুষ শ্রমজীবী মানুষকে এ ঈদ সামগ্রী দেয়া হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো পোলাও চাল, সেমাই, চিনি, দুধ, তেল এবং আলু। এ সময় পূজা উদযাপনের উপদেষ্টা ডা: অসীম কুমার সাহা ও সাধারণ সম্পাদক তরুণ কর্মকারসহ হিন্দু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, অসাম্প্রদাদিক চেতনা ছড়িয়ে দেয়ার জন্যই করোনায় কর্মহীন হয়ে পড়া মুসলিম ভাইদের জন্য ঈদ উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যহত রাখা হবে।ঈদের আগে এসব সামগ্রী পেয়ে খুশি দরিদ্র মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here