শেরপুরে ভিক্ষুকদের ঈদ সামগ্রী দিলো গ্রামীণ ব্যাংক

0
432
শেরপুরে ভিক্ষুকদের ঈদ সামগ্রী দিলো গ্রামীণ ব্যাংক

শেরপুর থেকে আবু হানিফ:

হত দরিদ্র ও ভিক্ষুকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী শাখার গ্রামীণ ব্যাংক। মঙ্গলবার (১২ মে) দুপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন ব্যাংকের এরিয়া ম্যানেজার সামছুর হক। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ডা. বেলাল চৌধুরী, নন্নী ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান রিটন, গ্রামীণ ব্যাংক নন্নী শাখার ব্যবস্থাপক আব্দুল জলিল, গ্রামীণ ব্যাংক নয়াবিল শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম, গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির শেরপুর জোনের প্রতিনিধি মনিরুজ্জামান, নালিতাবাড়ী এরিয়ার সভাপতি মো. রিপন মিয়া ও নন্নী ও নয়াবিল শাখার অন্যান্য সদস্যরা।

এরিয়া ম্যানেজার সামছুর হক বলেন, শেরপুর জেলায় মোট ৫৮৫ জনের হত দরিদ্র ও ভিক্ষুকদের মাঝে ৩০কেজি চাউল, ৪কেজি ডাউল, ২লিটার তৈল, ৮কেজি আলু, ৪কেজি পেঁয়াজ, ২কেজি লবণ, ৪টি সাবান ও নগদ ৬শ করে টাকা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

এরই অংশ হিসেবে আজ প্রথমধাপে নালিতাবাড়ীর নন্নী ও নয়াবিল শাখা গ্রামীণ ব্যাংক ৩২জনকে এসব সামগ্রী ও নগদ টাকা বিতরণ করে।

এর আগে সারা জেলায় গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ৫৮৫ জনকে জনপ্রতি ৩হজার দুইশ টাকার সমমূল্যে খাদ্য ও নগদ টাকা বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here