শাহজাদপুরে সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের ত্রাণ বিতরণ

0
831
শাহজাদপুরে সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের ত্রাণ বিতরণ

রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাজাদপুরে বিভিন্ন পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। আজ শুক্রবার সকাল থেকে এই ত্রাণ বিতরণ করা হয়।

শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর বাজারস্থ‍ সংগঠনটির নিজস্ব কার্যালয়ের সামনে প্রায় ৬শো বাসশ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ শুরু হয়।

এসময় অন‍্যান‍্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কোষাধক্ষ হানু প্রামানিক, সাংগঠনিক সম্পাদক মিলন শেখ, দপ্তর সম্পাদক রাসেল শেখ ও লাইন সেক্রেটারি শাহজাহান প্রমূখ।

এসময় সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, করোনা মহামারির কারণে সরকারের নির্দেশনা মানতে প্রায় ২মাস আমার শ্রমিক ভাইয়েরা কর্মহীন অবস্থায় আছে। সরকারি বেসরকারী কোনো জায়গা থেকে তাদের জন্য কোন সহযোগিতা করা হয়নি। তাই আমাদের সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্দোগেই ৬ শতাধিক শ্রমিকের মাঝে ত্রাণ দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here