ঝালকাঠি সাংবাদিকদের পিপিই প্রদান করলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন

0
500
ঝালকাঠি সাংবাদিকদের পিপিই প্রদান করলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন

রতন আচার্য্য, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন মাঠ পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পিপিই বিতরণ করেছেন। বুধবার বিকেলে তিনি তার কার্যালয়ে উপস্থিত অপর পুলিশ কর্মকর্তাদের নিয়ে ১২ জন সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ করেন। এসময় ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ছোয়াইব ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এম.এম. মাহমুদ হাসান উপস্থিত ছিলেন। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন পিপিই প্রদান করে তার প্রতিক্রিয়ায় বলেন, আমরা সিমিত সংখ্যায় হলেও সাংবাদিকদের নিরাপত্তায় এগুলো প্রদান করলাম। যা ব্যবহারের মাধ্যমে আপনাদের নিরাপত্তার পাশাপাশি সার্বিক সহযোগীতা অব্যাহত থাকবে। উল্লেখ্য করোনা দুর্যোগের পর এপর্যন্ত ঝালকাঠি সাংবাদিকদের মাঠে কাজ করতে নিরাপত্তায় অন্য কেহই এমন উদ্যোগ নেয়নি। এই দুর্যোগের সময় পুলিশ সুপারের সঠিক সিদ্ধান্ত নেওয়ায় পিপিই প্রাপ্ত সাংবাদিকদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here