সৌদিতে করোনায় ৩৫ বাংলাদেশির মৃত্যু

0
473
করোনা শনাক্তে চালু হচ্ছে আরও ১১ ল্যাব

খবর৭১ঃ চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়ানো প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে ৩৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ পর্যন্ত সৌদিতে ৩৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তবে কতজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন; সেটা সৌদি কর্তৃপক্ষ তাদের জানায়নি।

করোনায় যেসব বাংলাদেশি মারা গেছেন তাদের দাফন এখনো সম্পন্ন হয়নি বলে জানা গেছে। বর্তমান প্রেক্ষাপটে মরদেহ দেশে আনা সম্ভব না হওয়ায় সৌদিতেই তাদের দাফন করা হবে।

২০১৯ সালের শেষ দিন চীনের উহান থেকে শুরু হওয়া প্রাণঘাতী ভাইরাসে বিশ্বের অন্যান্য দেশের মতো কাবু সৌদি আরবও। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০৯ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৩১ জন। করোনায় কারণে সৌদিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে দেশটির সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here