সৈয়দপুরে সরকারি নির্দেশনা অমান্য করায় ১৩ ব্যবসায়ীর ১লাখ ৩৪ হাজার ৫’শত টাকা জরিমানা

0
574
সৈয়দপুরে সরকারি নির্দেশনা অমান্য করায় ১৩ ব্যবসায়ীর ১লাখ ৩৪ হাজার ৫’শত টাকা জরিমানা

মিজানুর রহমান মিলন,সৈয়দপুর প্রতিনিধি:

নীলফামারী সৈয়দপুরে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান-পাট খোলা রেখে ব্যবসা পরিচালনা করায় দায়ে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান মালিককে এক লাখ ৩৪ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ওই জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে,গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের নেতৃত্বে অভিযানকালে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক ও শহীদ ডা. সামসুল হক সড়কে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সরকারি নির্দেশনা না মেনে কাপড়, কনফেকশনারী, সাইকেল পার্টস দোকান, হার্ডওয়্যার,টেলিকমসহ ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান খোলা অবস্থায় পাওয়া যায়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে এসব দোকান মালিকের পৃথক পৃথক অংকের টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, শহরের সাদ্দাম সাইকেল স্টোরের ৫ হাজার টাকা,ডায়মন্ড কনফেকশনারীর ১০ হাজার টাকা, কাশফী বেনারসি পল্লীর ২০ হাজার টাকা, জাফরউল্ল্যাহ্ ক্লথ ষ্টোরের ২০ হাজার টাকা, বারাকাত ক্লথ স্টোরের ৩০ হাজার টাকা,ওড়না ঘরের ২০ হাজার টাকা, মোস্তাক হার্ডওয়্যারের ১০ হাজার টাকা, ইমরান স্টেশনারীর ১০ হাজার টাকা,জুয়েল টেলিকমের ২ হাজার টাকা, রহমত টেলিকমের ১ হাজার টাকা, টাইম ওয়াচের ১ হাজার টাকা, আহমেদ হার্ডওয়্যারের ২ হাজার টাকা। ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ওই জরিমানা করেন।

সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিত্যপ্রয়োজনীয় ও ওষুধের দোকান ব্যতীত সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারিভাবে নির্দেশনা রয়েছে। কিন্তু তারপরও বাণিজ্যিক শহর সৈয়দপুরে অনেক ব্যবসা প্রতিষ্ঠান মালিকরা তাদের দোকানপাট খুলে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আর এ বিষয়টি নজরে এলে সৈয়দপুর উপজেলা প্রশাসন থেকে সরকারি নির্দেশনা মেনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের একাধিকবার সর্তক করা হয়। উপজেলা প্রশাসন থেকে সর্তক করার পর বিষয়টি গুরুত্ব দিচ্ছিলেন না শহরের অনেক ব্যবসা প্রতিষ্ঠান মালিকরা। এ অবস্থায় গতকাল সোমবার অভিযান চালিয়ে ওই সব দোকান মালিকদের জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন, সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো.আবুল হাসনাত খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here