মদনে কালবৈশাখী ঝড়ে কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত

0
581
মদনে কালবৈশাখী ঝড়ে কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত

আব্দুল আওয়াল:
রবিবার দিবাগত রাতে নেত্রকোণার মদন উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে, তিয়শ্রী , ফতেপুর ও মদন ইউনিয়নে কয়েকটি গ্রামের অর্ধশাধিক কাচাঁ ঘর বিধ্বস্তসহ গাছ পালা উপড়ে পরেছে। মাটিতে লুটিয়ে পড়েছে হাওড়ের পাকা ধান। ঝড়ের কবলে পরে ক্ষতিগ্রস্ত হয়েছে মৌসুমী ফল, আম.কাঠাঁলসহ শাকসবজি জাতীয় ফসল। সরজমিনে গিয়ে দেখা গেছে উপজেলার ধুবাওয়ালা গ্রামে ও ধুবাওয়ালা গ্রামের লেহাজ উদ্দিন,আবুল হোসেন,এজাজুল হক,আঃ রউফ রুকিয়া আক্তার,সাইতপুর গ্রামের হুল মিয়া জানান, গতকাল রাত আনুমানিক ৪ ঘটিকার সময়, উত্তর দিক থেকে আসা কালবেশাখী ঝড়টি আমাদের ঘর সহ গাছ পালা ব‍্যাপক বিধ্বস্ত করে। বর্তমানে আমরা খোলা আকাশের নীচে বসবাস করছি। এলাকাবাসী সূত্রে জানান যায়, তলার হাওরে পাকা বোরো ধানের জমির বেশি ক্ষতি হয়েছে। তিয়শ্রী ইউপি চেয়ারম্যান ফখর উদ্দিন আহমেদ জানান,আমার ইউনিয়নে ধুবাওয়ালা গ্রামে কয়েকটি বাড়ি বির্ধ্বস্ত হয়ে গেছে। পাকা ধান ও আম কাঁঠালের ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান জানান,ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার জন্য চেয়ারম্যানদের সাহেবদের বলেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here