করোনায় মৃত্যু বেড়ে ৯১, আক্রান্ত আরো ৩১২ জন

0
474
ঢাকার আরও যেসব এলাকা লকডাউন

খবর৭১ঃ করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো সাতজন মারা গেছেন। মৃত্যু বেড়ে হয়েছে ৯১ জন।

আর নতুন করে আরো ৩১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্ত বেড়ে হয়েছে দুই হাজার ৪৫৬ জন।

রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, গত এক দিনে ২৬৩৪টি নমুনা পরীক্ষা করে আরো ৩১২ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

সুস্থ হয়ে উঠেছেন আরও নয়জন। এ পর্যন্ত মোট ৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তার রোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

একই সঙ্গে লকডাউনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমিরের জানাজায় লোক সমাগম ঠেকাতে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here