মহিপুরে ৪০ হাজার পিস ইয়াবা মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

0
511
মহিপুরে ৪০ হাজার পিস ইয়াবা মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

রাকিব হাসান পটুয়াখালী প্রতিনিধিঃ ৪০ হাজার পিস ইয়াবার চালান আটকের মামলার অন্যতম আসামি বনি ইয়ামিনকে (৩৪) ৬৫ পিস ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করেছে। মহিপুর থানা পুলিশ সোমবার দিবাগত রাতে মহিপুর থানার কোমরপুর গ্রাম থেকে বনি আমিনকে গ্রেফতার করে। এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা হয়েছে। ওসি মনিরুজ্জামান জানান, বনি আমিন ইয়াবাসহ তার শ^শুর বাড়ি অবস্থান করছিল।

এদিকে, ২০১৯ সালের পহেলা নভেম্বর দিবাগত ভোররাতে কলাপাড়া থানা পুলিশ বনি আমিনের বাড়ি চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রাম থেকে ঘরের চৌকির নিচের মাটি খুড়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় বনি আমিন পালিয়ে যায়। কিন্তু তার বাবা ইউসুফ তালুকদার, ভাই আলমাছ তালুকদার, বোন জামাই মুছা ও এক সহযোগী সুমনকে পুলিশ গ্রেফতার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here