শাহজাদপুরে পরিবারের ওপর অভিমান করে কিশোরীর আত্মহত্যা

0
508
শাহজাদপুরে পরিবারের ওপর অভিমান করে কিশোরীর আত্মহত্যা

রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবারের ওপর অভিমান করে জয়া রাণী দাস (১৭) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। মৃত জয়া রাণী পৌর শহরের শক্তিপুর চালতাতলার কনক কুমার দাসের মেঝো মেয়ে।

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল সোমবার জয়া রাণী দাস ও তার ছোটভাই কৌশিক কুমার দাসের (৬) মাঝে কথা কাটাকাটি হয়। পরে পিতা কনক কুমার দাস ও মা জোৎস্না রানী দাস ছোটভাই কৌশিকের পক্ষ নিয়ে জয়াকে বকাঝকা করে। পরে জয়া মন খারাপ করে নিজ শোয়ার কক্ষে গিয়ে দরজা লাগিয়ে দেয়।

দীর্ঘক্ষণ জয়ার কোন সারাশব্দ না পেয়ে তার মা জোৎস্না রানী জানালায় উকি দিয়ে জয়াকে সিলিং ফ‍্যান লাগানো লোহার সাথে ওরনা পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে জয়াকে নিচে নামায়। পরে তাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব‍্যরত ডাক্তার জয়াকে মৃত ঘোষণা করে।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল গিয়েছিল। এই বিষয়ে থানায় একটি অপমৃত‍্যু মামলা দায়ের হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here