মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধি :
সৈয়দপুরে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষজনের পাশাপাশি পাড়া মহল্লাসহ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো কুকুরগুলোর অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। মানুষজন কোন মতে দুবেলা দু মুঠো খাদ্য জোগাড় করতে পারলেও ওইসব প্রাণী অভুক্ত রয়েছে। সর্বত্র হোটেল রেস্তোরা বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে কুকুরগুলো খেতে না পেয়ে অসুস্থ্য হওয়ার উপক্রম হয়েছে।
এ অবস্থায় সৈয়দপুর শহরের অভুক্ত কুকুরগুলোর পাশে দাড়িয়েছে গোল্ড ব্লাড ডোনার ফাউন্ডেশন। সংগঠনটির সদস্যরা খিচুড়ি রান্না করে গতকাল রবিবার রাতে শহরের বিভিন্ন এলাকায় প্রায় ছয়শত কুকুরের মাঝে বিতরন করেছে। এসময় বোবা ওইসব প্রানী খিচুড়ি পেয়ে মনের সুখে খেয়েছে। গোল্ড ব্লাড ডোনার ফাউন্ডেশনের পক্ষ থেকে কয়েক ড্যাগ (বড় পাতিল) খিচুড়ি নিয়ে ওয়ান টাইম প্লেটে করে শহরের বিভিন্ন এলাকায় অভুক্ত কুকুরগুলোর মাঝে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর ইউনাইটেড ভলেন্টিয়ার এসোসিয়েশন (সুভা)’র সদস্য মো. রাসেল,
আজাদ, গোল্ডেন,শাহীন,খুরশিদ আলম, আরমান,
আসলাম ও বাদশা।
এ ব্যাপারে জানতে চাইলে মো. রাসেল বলেন, বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষজনের পাশাপাশি কুকুররাও অসহায় হয়ে পড়েছে। মানুষজন দুবেলা খাদ্য জোগাড় করতে পারলেও কুকুররা অভুক্ত অবস্থায় থাকছে। তাই মানবিক কারণে দায়িত্ব নিয়েই সকলের সম্মিলিত সহযোগিতায় খিচুড়ি বিতরণ করা হয়েছে।