বামনায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ সমাবেশ

0
625

মোশাররফ হোসেন, বামনা(বরগুনা)সংবাদদাতা :

বরগুনার বামনা উপজেলার জনসাধারণ পল্লীবিদ্যুত বিতরণে অনিয়মের প্রতিবাদ জানিয়ে বিদ্যুত বিল না দেয়ার ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার সকালে বামনা প্রেসক্লাব ও সচেতন জনতার উদ্যোগে বিক্ষুব্দ জনতা বিক্ষোভ মিছিল বের করে।

শহরের গোলচত্বর স্মৃতিসৌধ হতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষুব্ধ জনতা স্থানীয় পল্লীবিদ্যুত কার্যালয় ঘেরাও করতে গেলে পুলিশী বাঁধার মুখে পড়ে। শেষে শহরের গোলচত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বামনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক এমএ মতিন আকন্দের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. ফারুক আহম্মেদ আকন, বামনা বাজার কমিটির সম্পাদক আ.লীগ নেতা জসীম উদ্দিন পিন্টু, সাংবাদিক মো. হাবিবুর রহমান, উপজেলা যুবসংহতির সভাপতি মিজানুর রহমান হারিছ,বামনা ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মোর্শেদ শাহরিয়া গোলদার প্রমূখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বামনা উপজেলায় পল্লীবিদ্যুত বিতরণ ব্যবস্থা ভেঙে পড়েছে। দিনে রাতে একনাগারে আধাঘন্টার বেশী বিদ্যুত বিরতণ হয়না।অথচ প্রতিমাসে পল্লীবিদ্যুত ভুতুরে বিল তুলে নিচ্ছে। এতে জনসাধারণ,শহরের ব্যবসায়িও শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
সমাবেশে বামনায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতসরবরাহ না করলে চলতি মাস থেকে বামনার বিদ্যুত গ্রাহকরা কোন বিদ্যুত বিল পরিশোধ করবেনা বলে ঘোষণা দেয়া হয়। সেই সাথে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here