শেরপুরের নকলায় করোনা সন্দেহে ২ জনের নমুনা সংগ্রহ, এক বাড়ি লকডাউন

0
393
শেরপুরের নকলায় পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু
ছবিঃ শেরপুর থেকে আবু হানিফ।

খবর৭১ঃ

শেরপুর থেকে আবু হানিফঃ শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ঢাকা ফেরত মা ও ছেলের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আইইডিসিআরের নির্দেশনায় স্থানীয় একটি মেডিকেল টিম ২ এপ্রিল দুপুরে তাদের নমুনা সংগ্রহ করে।

এ ঘটনায় ওই বাড়িটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। বাড়ির অন্যান্য বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তার বাবা জ্বর সর্দি থাকলেও আইইডিসিআরের নির্দেশনা মতোবাকে ২জনকেই করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকার সন্দেহ হওয়ায় ওই দুইজনের নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে।

পরীার রিপোর্ট পজিটিভ পেলে পরিবারের অন্যান্যদেরও নমুনা সংগ্রহ করা হবে। আক্রান্ত সন্দেহ করা একজন ৪ দিন আগে ঢাকা থেকে বাড়ী ফিরেছে, সে পেশায় রিক্সাচালক। গতরাত থেকে তার মাও অসুস্থ হয়ে পড়ে। সন্দেহ করা ব্যাক্তির সর্দি, জ্বর, গলা ব্যাথা আছে বলে জানিয়েছে স্বাস্থ বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here