করোনা মোকাবেলায় সিলেট শহরের বিভিন্ন এলাকায় “প্রবাসী পল্লী গ্রুপের” ত্রাণ বিতরণ

0
726
করোনা মোকাবেলায় সিলেট শহরের বিভিন্ন এলাকায় “প্রবাসী পল্লী গ্রুপের” ত্রাণ বিতরণ

খবর৭১ঃ করোনাভাইরাস থামিয়ে দিয়েছে নিম্ন আয়ের মানুষের জীবিকা নির্বাহের পথ। অভাবের সংসারে নতুন করে যোগ হওয়া এই সংকটে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে তাদের। এমন অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে “প্রবাসী পল্লী গ্রুপ”।

প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মুহিদুর রহমান’র তত্ত্বাবধানে আজও সিলেট শহরের বিভিন্ন এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এ পর্যায়ে আজ ২০০ অটো চালকের পরিবারকে ১০ দিনের খাদ্যসামগ্রী প্রদান করা হয়। প্রত্যেক পরিবারকে দেওয়া হয় ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি সয়াবিন তেল, এক কেজি লবণ, এক কেজি চিড়া ও সাবান।

করোনার সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে মানুষের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে সরকার। এত বেশি সমস্যায় পড়েছে নিম্ন আয়ের মানুষ। প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মুহিদুর রহমান বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সিলেটের নিম্নআয়ের মানুষজন আজ অসহায় হয়ে পড়েছে। তাঁরা যাতে খাদ্য সঙ্কটে না পড়ে সেজন্য মানবিক কারণে তাদের পাশে দাড়ানোর চেস্টা করেছেন এবং তার এই কার্যক্রম অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here