করোনা পরিস্থিতি নিয়ে ঝালকাঠিতে জেলা প্রশাসনের সাংবাদিক সম্মেলন

0
580
করোনা পরিস্থিতি নিয়ে ঝালকাঠিতে জেলা প্রশাসনের সাংবাদিক সম্মেলন

রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধিঃ’করোনা পরিস্থিতি নিয়ে ঝালকাঠিতে রবিবার বিকেল ৪ টায় সাংবাদিক সম্মেলন করেছেজেলা প্রশাসন। করোনা ভাইসাস এরাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ঝালকাঠি জেলা প্রশাসন। জেলায় ৭ হাজার ৫ শত হতদরিদ্র পরিবারের তালিকা করা হয়েছে তাদেরকে চাল ডাল এবং নগদ টাকা বিতরন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী।
২৯ মার্চ রবিবার পর্যন্ত এ জেলায় কোন আক্রান্ত রোগী নেই হোমকোয়ারেন্টাইনে আছে ১৮৫ জন সম্মেলনে জেলা প্রশাসক মোঃ জোহর আলী সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপসহ সার্বিক বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।ডিসি অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে এনডিসি আহমেদ হাসান এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিযার সংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্মলেনে জলো প্রশাসক মোঃ জোহর আলী সরকাররে নয়ো বভিন্নি পদক্ষেপেসহ র্সাবকি বষিয় সাংবাদকিদরে অবহতি করনে। ডসিি অফসিরে সুগন্ধা সভাকক্ষে অনুষ্ঠতি সম্মলেনে এনডসিি আহমদে হাছান এবং বভিন্নি প্রন্টি ও ইলক্ট্রেনকি মডিয়িার প্রতনিধিরিা উপস্থতি ছলিনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here