ইতালিতে মৃতের সংখ্যা দশ হাজার ছাড়াল

0
489
যা করবেন করোনা সন্দেহ হলে

খবর৭১ঃ বিশ্বব্যাপী ভয়াবহ আকার ধারণ করা মহামারি করোনাভাইরাস ইতালিতে মৃত্যুর মিছিল যেন কোনোভাবেই থামছে না। শনিবার মৃতের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে।

শুক্রবার রেকর্ড মৃত্যুর (৯৬৯) পর আজ শনিবারও তা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৮৮৯ জন। গতকালের চেয়ে আজকের মৃতের সংখ্যা কিছুটা কম হলেও দেশটিতে মৃতের সংখ্যা মারাত্মক আকার ধারণ করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজার ২৩ জনে। এর মধ্যে মেডিকেল টিমের সদস্য রয়েছেন ৫১ জন।

একদিনে নতুন আক্রান্ত পাঁচ হাজার ৯৭৪ জন। দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা তিন হাজার ৮৫৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৩৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৩৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৯২ হাজার ৪৭২ জন। বর্তমানে চিকিৎধীন আছেন ৭০ হাজার ৬৪ জন।

দেশটির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে সহযোগিতা চেয়েছেন। এদিকে ইতালির প্রেসিডেন্ট সেরজো মাতারেল্লা এক ভাষণে করোনাভাইরাসে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ও শোক জ্ঞাপন করেন।

ইতালির ২১ অঞ্চলের মধ্যে লোম্বারদিয়ায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত (মিলান, বেরগামো, ব্রেসিয়া, ক্রেমনাসহ) ১১টি প্রদেশ। আজ এ অঞ্চলে মারা গেছেন ৫৪২ জন। শুধু এ অঞ্চলেই মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৯৪৪ জনে দাঁড়িয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৪১৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত দুই হাজার ১১৭ জন।

লোম্বারদিয়ার প্রেসিডেন্ট আত্তিলিয়ো ফোনতানা বলেন, ফেয়ারা মিলানোতে অস্থায়ী হাসপাতাল নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী সপ্তাহের প্রথম দিকে এই অস্থায়ী হাসপাতাল উদ্বোধন করা হবে। নতুন এ হাসপাতালটি পলি ক্লিনিকের তত্ত্বাবধানে থাকবে।

দেশটির প্রায় ছয় কোটি জনগণ অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে। মৃত্যুর আতঙ্ক যেন জেঁকে বসেছে ইতালিয়ানদের। পুরো ইতালি যেন থমকে গেছে। রাস্তাঘাট ফাঁকা, চারিদিকে শুধু অ্যাম্বুলেন্সের শব্দ। অজানা শঙ্কায় দিন কাটাচ্ছে ইতালির ছয় কোটি মানুষ।

এদিকে দেশটিতে চলমান লকডাউন ১৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here