ঠাকুরগাঁওয়ে নিম্ন আয়ের মানুষদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ

0
505
ঠাকুরগাঁওয়ে নিম্ন আয়ের মানুষদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে ঠাকুরগাঁওয়ের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের বাসায় বাসায় গিয়ে সাবান ও মাস্ক বিতরণ করেছে আরএসডিও নামে একটি স্বেচ্ছাসেবি সংস্থা।
মঙ্গলবার(২৪ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও শহরের পশ্চিম মুন্সিপাড়া ও ডিসি বস্তির একাংশে এ সাবান ও মাস্ক বিতরণসহ সচেতনতামুলক প্রচারণা চালান আরএসডিও’র নির্বাহী পরিচালক ইকলিমা খাতুন মিনা।

এসময় ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাস, সাংবাদিক জয় মহন্ত অলক, এন্টুনি ডেভিড নীল, স্বেচ্ছাসেবি সংগঠন নবীন আলোর সভাপতি সৈয়দ শিহাব সহ সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন।

মাস্ক ও সাবান বিতরণকালে আরএসডিও’র নির্বাহী পরিচালক ইকলিমা খাতুন মিনা, প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে ঘন ঘন পানি পান করা, মাস্ক ব্যবহার করা, দুইঘন্টা অন্তর অন্তর হাত-মুখ ভালোভাবে সাবান দিয়ে পরিস্কার করা, একজন আরেকজনের সাথে অন্থত তিন মিটার দুরত্বে অবস্থান করে কথা বলাসহ অন্তত দশ দিন বাড়ীতে অবস্থান করার পরামর্শ প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here