খবর৭১ঃ
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে দক্ষিণ কোরিয়ায়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৪ জন। যা আগের দিনের চেয়ে ৩৪ জন কম।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার৯শ৬১জন । মারা গেছেন ১১১ জন। তবে সংক্রামক হওয়ায় প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই আরো দীর্ঘায়িত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা ।
বিশ্বে চীনের পর সবচেয়ে বেশি করোনা ভাইরাসের বিস্তার ঘটেছে ইউরোপের দেশ ইতালিতে। করোনায় ইতালিতে এখন পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৪শ৭৬ জন। এছাড়া ইউরোপের আরেক দেশ স্পেনেও করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে।স্পেনে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ২হাজার১শ৮২ জন।