ইউনিয়ন কাউন্সিলে ডা. মো: মাজেদুর ইসলাম সভাপতি ও মো: জনি সাধারণ সম্পাদক

0
558
ইউনিয়ন কাউন্সিলে ডা. মো: মাজেদুর ইসলাম সভাপতি ও মো: জনি সাধারণ সম্পাদক

ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, খারাপ কাজে সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আওয়ামী লীগের কমিটিগুলোতে জায়গা দেয়া হবে না। কমিটি দেয়ার সময় অবশ্যই এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। ভালো মানুষরা রাজনীতিতে এলে জনগণের কাছে রাজনীতি আকর্ষণীয় হয়ে উঠবে।

বুধবার সন্ধ্যায় গড়েয়া সালন্দর ইউপি চত্বরে সালন্দর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রমেশ চন্দ্র সেন বলেন, দেশের রাজনীতিকে আমরা জনগণের সামনে আকর্ষণীয় করে তুলতে চাই। রাজনীতিতে সৎ, যোগ্য, মেধাবীদের টেনে আনতে চাই। রাজনীতিতে যখন ভালো মানুষ আসবে এবং এমপি-মন্ত্রী হবে, তখন রাজনীতি জনগণের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।
দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুরর অসমাপ্ত আত্মজীবনী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধুর ওপর লেখা বই পড়ার আহবান জানান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব হোসেনের সভাপতিত্বে সম্মললের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা সাদেক কুরাইশি, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারন সম্পাদক মোশারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা পরিষদের সদস্য রওশনুল হক তুষার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলে, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান আখতার প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সভাপতি মাহবুব হোসেন মুকুল। এ অধিবেশনে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো।
পরে সভাপতি পদে ৭জন ও সাধারন সম্পাদক পদে ৩জন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়। এরপর গোপন ব্যালটে ভোটের মাধ্যমে সভাপতি পদে ডা. মো: মাজেদুর ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মো: জনি জয়লাভ করেন ।

পরে সদর উপজেলা কমিটির সভাপতি অরুনাংশু দত্ত টিটো আাগামী তিন বছরের জন্য সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের আংশিক কমিটি অনুমোদন দেন। উল্লেখ্য, উক্ত ত্রি -বার্ষিক সম্মেলনে সালন্দর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মুকুল শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। তার মানুষের সাথে ঔধ্যত্তপুর্ণ আচরণ, অনিযম, দুর্নীতি, নারী লোভী আচরণ, স্বজন প্রীতি, চাদাবাজি, অন্যায়ভাবে মানুষের পুকুর ও দখল, মাদক ব্যবসায়সহ বিভিন্ন অপকর্মের কারণে সালন্দও ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলে সাবেক সভাপতি মাহবুব আলম মুকুলের শোচনীয় পরাজয় হযেছে বলে জানান দলীয় নেতাকর্মী ও কাউন্সিলররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here