শেরপুরে গজনী অবকাশ ও মধুটিলা ইকুপার্ক পর্যটন কেন্দ্র ৩১মার্চ পর্যন্ত বন্ধ

0
702
শেরপুরের নকলায় পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু
ছবিঃ শেরপুর থেকে আবু হানিফ।

শেরপুর থেকে আবু হানিফ:
করোনা ভাইরাস থেকে সতর্ক থাকতে এবং করোনা যাতে না ছড়াতে পারে এ জন্য শেরপুর জেলা প্রশাসন নানামুখী উদ্যোগ গ্রহন করেছে। এরই অংশ হিসেবে শেরপুরের ঐতিহ্যবাহী গারো পাহাড়ে অবস্থিত পর্যটন কেন্দ্র গজনী অবকাশ ও মধুটিলা ইকুপার্ক আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষনা করেছে। ফলে আজ থেকে পর্যটক শুন্য হয়ে পড়েছে এ পর্যটন কেন্দ্রদুটি।

ময়মনসিংহ বনবিভাগের শেরপুর জেলা সহকারী বণসংরক্ষক প্রশান্ত কুমার সাহা জানান, আমরা জেলা প্রশাসনের সিদ্ধান্তের পর আমাদের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মধুটিলা ইকু পার্ক বন্ধ রেখেছি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে।

জেলা প্রশাসক আনার কলি মাহবুব জানান, আমরা সার্বিক দিক বিবেচনায় রেখেই জেলার দুটি পর্যটন কেন্দ্র বন্ধ রেখেছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। উল্লেখ্য পর্যটন কেন্দ্রগুলোতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এসে ভিড় করতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here