শেরপুরের নকলায় পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু

0
633
শেরপুরের নকলায় পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু
ছবিঃ শেরপুর থেকে আবু হানিফ।

শেরপুর থেকে আবু হানিফ :
শেরপুরের নকলায় পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। উপজেলার চরবশন্তীতে ট্রাক্ট্ররের চাপায় শামীম (১০) ও বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে দক্ষিন নকলা আ: মালেক (৩৮) নামের এক ভ্যান চালক মারা গেছেন। ১৯ মার্চ বৃহস্পতিবার সকালে ও দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার চরবশন্তী এলাকায় সকাল ১১টার সময় জমিতে হালচাষ করার সময় একই এলকার মোরশেদের পুত্র শামীম (১০) ট্রাক্টার নিচে চাপা পড়ে। পরে সে ঘটনাস্থলেই মারা যায়। এদিকে দক্ষিন নকলার মৃত জবান আলীর পুত্র ভ্যান চালক আ: মালেক নিজের বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় দুপুর ১২টার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান।নকলা থানার ভারপ্রাপ্ত কর্রকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here