নেত্রকোনার মদনে মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
594
করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত

মদন প্রতিনিধি: সারা দেশের ন্যায় নেত্রকোনা জেলার মদন উপজেলায় শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে মদন উপজেলা বঙ্গবন্ধু পরিষদ কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু পরিষদ কার্যালয়ে পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে তাঁর অাত্মজীবনীর উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন আলোচনা সভার সভাপতি নুরুল ইসলাম নুরু, বঙ্গবন্ধ পরিষদের সাধারন সম্পাদক পার্থনাথ বৈশ্য সজল, অাওয়ামী লীগ নেতা ইফতেখারুল অালম খান চৌধুরী অাজাদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর হাদীস উদ্দিন দুলালসহ অারও অনেকেই।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু পরিষদ কার্যালয়ে শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, উপজেলা ওলামালীগ নেতা অাজহারুল ইসলাম খোকন। দোয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর অাত্মার মাগফেরাত কামনা করা হয়। এসময় উপজেলা অাওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here