বঙ্গবন্ধু মানে একজন সাহসী নেতা: মোদি

0
473
বঙ্গবন্ধু মানে একজন সাহসী নেতা: মোদি

খবর৭১ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন নরেন্দ্র মোদি। মুজিববর্ষ উপলক্ষে মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিওর মাধ্যমে তিনি এ কথা বলেন।

বাংলা উচ্চারণে মোদি বলেন, ‘সমগ্র বাংলাদেশকে আপনাদের ১৩০ কোটি ভারতীয় ভাই-বন্ধুদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গত শতাব্দীর মহান ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম। তাঁর সমগ্র জীবন আমাদের সকলের জন্য অনেক বড় প্রেরণা। বঙ্গবন্ধু মানে— একজন সাহসী নেতা, একজন দৃঢ়চেতা মানুষ, একজন ঋষিতুল্য শান্তিদূত, একজন ন্যায়, সাম্য ও মর্যাদার রক্ষাকর্তা, একজন পাশবিকতাবিরোধী এবং যে কোন জোরজুলুমের বিরুদ্ধে একজন ঢাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here