কলেজের নির্মাণাধীন গেট ধসে ৪ জন নিহত

0
450
কলেজের নির্মাণাধীন গেট ধসে ৪ জন নিহত

খবর৭১ঃ সিরাজগঞ্জের তাড়াশের গুল্টা বাজার শহীদ এম মনছুর আলী কলেজের নির্মাণাধীন গেট ধসে পড়ে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো ২ জন। মঙ্গলবার বিকাল ৪টার দিকের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রামের মৃত জাহের উল্লাহর ছেলে তোজাম (৬৫), বারুহাস ইউনিয়নের বস্তুল গ্রামের মৃত সুলতান ইসলামের ছেলে রাশিদুল ইসলাম (২৬), সিংড়া উপজেলার শুকাস ইউনিয়নের নিচিন্তপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে আসিফ (১৪) ও শাহজাদপুর উপজেলার গরু ব্যাপারী খাদেম আলী (৫০)। আহত দুইজন হলেন-তাড়াশ উপজেলার তালম গ্রামের শাহিনুরের ছেলে বাবু (২৩) ও লাউসন গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শফিকুল ইসলাম (৩১)।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন কলেজ মাঠে গরু ছাগলের হাট বসে। দুর্ঘটনার শিকার ওই চারজন হাটে ঘোরাফেরা করছিলেন। এমন সময় কলেজের গেট ধসে তাদের মাথার ওপর পড়লে তারা গুরুতর আহত হন। পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান বলেন, ‘এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here