খবর৭১ঃ পুরো গ্রীষ্ম জুড়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে পারে প্রাণঘাতী করোনা ভাইরাস। সোমবার সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা অদৃশ্য এক শত্রুর বিরুদ্ধে লড়াই করছি যেটা সংক্রমক। এটি পুরো গ্রীষ্ম অথবা এর চেয়ে বেশি সময় পর্যন্তও স্থায়ী হতে পারে। এসময় ট্রাম্প আগামী ১৫ দিন যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের রেস্টুরেন্ট, পানশালা এবং জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৪,২০০ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৭৪ জনের। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গ্রীষ্মের গরমেই শেষ হয়ে যাবে করোনা ভাইরাস। তবে ভাইরাসটির ভয়াবহতা দেখে নিজের আগের কথা থেকে সরে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।