খবর৭১ঃ
শেরপুর থেকে আবু হানিফঃ কুড়িগ্রামে বাংলা ট্রিবিউনের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে জোর পূর্বক বাড়ি থেকে উঠিয়ে নিয়ে নির্যাতন ও মিথ্যা মামলা সাজিয়ে সাজা দেওয়ার প্রতিবাদে এবং এ ঘটনার জন্য দায়ী কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনসহ সকল দোষীদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবীতে শেরপুর প্রেস ক্লাবের উদ্যোগে ১৬ মার্চ দুপুরে জেলা প্রশাসকের অফিসের গেইটে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি এডভোকেট জাকির হোসেন, এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজা, সিনিয়র সাংবাদিক সুশীল মালাকার, সহসভাপতি জিএম বাবুল, এসএম শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সহ সাংগঠনিক সম্পাদক জিএইচ হান্নান, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান মোরাদ, ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন সোহেল, আমাদের আইনের সভাপতি নূরে আলম চঞ্চল ও ইয়্যুথ রিপোর্টাস ক্লাবের সভাপতি জাহিদুল খাঁন সৌরভ প্রমুখ। সভায় বক্তাগণ অভিলম্বে কুড়িগ্রামের ডিসিসহ দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবী জানানো হয়। একি সাথে দ্রুত তাকে অপসারণ করায় সরকারের প্রতি ধন্যবাদ জানানো হয়।