বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষেঃ সৈয়দপুরে রেলওয়ে শ্রমিক লীগের আয়োজনে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত

0
651
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষেঃ সৈয়দপুরে রেলওয়ে শ্রমিক লীগের আয়োজনে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন ও মুজিব বর্ষ উপলক্ষে আজ রোববার নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর রেলওয়ে শ্রমিক লীগের উদ্যোগে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ ক্লাব চত্বরে ওই চক্ষু শিবিরের আয়োজন করা হয়। রংপুরের দর্শনার দীপ আই কেয়ার ফাউন্ডেশন, চক্ষু হাসপাতাল পরিচালিত চক্ষু শিবিরের উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দপুর
উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। এতে সভাপতিত্ব করেন রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর কারাখানা শাখার সভাপতি মো. নুরুল ইসলাম।

দীপ আই কেয়ার ফাউন্ডেশন পরিচালিত চক্ষু হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা.মো. আরিফ মাহমুদের নেতৃত্বে এ শিবিরে আসা চিকিৎসকরা রোগীদের চিকিৎসা সেবা দেন। এতে সমন্বয়কের দায়িত্ব পালন করেন দীপ আই কেয়ার ফাউন্ডেশন, চক্ষু হাসপাতালের ওমর শরীফ।

দিনব্যাপী এ আয়োজনে তিন শতাধিক চক্ষু রোগীর চোখের পরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এছাড়া ৮০ জন চোখের ছানি পড়া রোগীকে যাচাই বাছাই করা হয়েছে। সৈয়দপুর রেলওয়ে শ্রমিক লীগের উদ্যোগে চোখের ছানিপড়া এ সব রোগীদের পর্যায়ক্রমে অপারেশন করা হবে বলে চক্ষু শিবির আয়োজক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন ‘র সার্বিক সহযোগিতায় এ শিবির অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গতঃ মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেছেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here