বাংলাদেশে এখন করোনায় আক্রান্ত কেউ নেই: আইইডিসিআর

0
500
আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা
আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা

খবর ৭১ঃ বাংলাদেশে এখন করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী নেই। যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তাঁদের সবাই এখন করোনামুক্ত। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা এ কথা জানিয়েছেন।

রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে আজ শনিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে করোনাভাইরাসের সবশেষ পরিস্থিতি সাংবাদিকদের অবহিত করেন সেব্রিনা।

সেব্রিনা বলেন, বাংলাদেশ মোট তিনজন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে দুজন আগেই সুস্থ হয়েছেন। আর একজন ইতিমধ্যে বাড়ি ফিরে গেছেন। সবশেষ যে ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন, তাঁর প্রথম রক্ত পরীক্ষায় নেগেটিভ এসেছে। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রটোকল অনুযায়ী দ্বিতীয়বার পরীক্ষা করা হবে। এতে নেগেটিভ এলে তাঁকে করোনামুক্ত ঘোষণা করা হবে। আইইডিসিআর বলছে, এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে নয়জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here