দর্শকবিহীন এক ম্যাচ খেলেই বিদায় নিলো নিউজিল্যান্ড

0
792
দর্শকবিহীন এক ম্যাচ খেলেই বিদায় নিলো নিউজিল্যান্ড
দর্শকবিহীন এক ম্যাচ খেলেই বিদায় নিলো নিউজিল্যান্ড

খবর ৭১ঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল তিন ম্যাচের ওয়ানডে ম্যাচের প্রথমটি খেলেছে নিউজিল্যান্ড। করোনাভাইরাস সংক্রমণের ভয়ে শূন্য গ্যালারিতে আয়োজিত হয়েছে সেটি। হাত না মিলিয়ে ম্যাচ খেলার সে আয়োজন অবশ্য খুব একটা সাড়া ফেলেনি।

আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ আয়োজনের কথা ছিল। কিন্তু আজই অস্ট্রেলিয়া ছেড়ে দেশে ফিরছে নিউজিল্যান্ড।

বিশ্ব ক্রীড়াঙ্গন থমকে গেছে করোনাভাইরাসে। ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগ স্থগিত করা হয়েছে এপ্রিল পর্যন্ত। বিশ্বকাপ বাছাই ও প্রীতি ম্যাচ স্থগিতের নির্দেশনা দিয়েছে ফিফা। আইপিএল পিছিয়ে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা থেকে ফিরে গেছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকাও ভারত থেকে কোনো ম্যাচ খেলে ফিরেছে। সে পথেই হাঁটতে হচ্ছে নিউজিল্যান্ডকে।

আজ স্থানীয় সময় সাড়ে ৪টায় নিউজিল্যান্ড সরকার তার প্রতিরক্ষা নীতি জোরদার করেছে। বেশ কয়েকটি দেশের তালিকা দিয়েছে যেখান থেকে কেউ এলে তাদের অন্তত ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। অস্ট্রেলিয়া সে তালিকায় আছে। আগামীকাল মাঝরাত থেকে এই আইন চালু হবে। ফলে সিরিজ শেষ করে দেশে ফিরলে ১৪ দিন আলাদা করে রাখতে হবে নিউজিল্যান্ড ক্রিকেট দলের সদস্যদের। ফলে দেশটির ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের আজই ফিরিয়ে নিচ্ছে দেশে।

এর ফলে এ সিরিজের পর একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের কথা ছিল। সেটাও স্থগিত হয়ে যাচ্ছে। কারণ, নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ আয়োজিত হওয়ার কথা। কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা সে দেশে গেলে অন্তত ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে তাঁদের। ফলে সে সিরিজও আয়োজন করা যাবে না নিকট ভবিষ্যতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here