৩৫টি ডিম দিয়েছে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ ‘বাটাগুর বাসকা’

0
1748
৩৫টি ডিম দিয়েছে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ ‘বাটাগুর বাসকা’
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ৩৫টি ডিম দিয়েছে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ ‘বাটাগুর বাসকা’। এ নিয়ে চতুর্থবারের মতো করমজলে ডিম পারল বিলুপ্ত প্রজাতির এই কচ্ছপ।

এ ব্যাপারে সুন্দরবন করমজল কৃত্রিম প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, একটি কচ্ছপ ৩৫টি ডিম দিয়েছে। আমরা সবগুলো ডিমই প্রাকৃতিক উপায়ে ইনকিউবেশন করে বাচ্চা ফুটানোর চেষ্টা করব। আশা রাখছি, ৬৫ থেকে ৬৭ দিনের মধ্যে সবগুলো ডিম থেকেই বাচ্চা বের হবে।

এর আগে ২০১৭ সালে ৬৩টি ডিম দেয় দুইটি বাটাগুর, যা থেকে ৫৭টি বাচ্চা হয়। পরে ২০১৮ সালে দুইটি কচ্ছপ ৪৬টি ডিম দেয়, তাতে ২৪টি বাচ্চা ফোটে। এছাড়া ২০১৯ সালে ৩২টি ডিম দেয় একটি কচ্ছপ, যার সবগুলো ডিম থেকেই জন্ম নেয় বাচ্চা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here