আরও ৯ জনের শরীরে করোনা, ভারতে আক্রান্ত বেড়ে ৫৬

0
467
আরও ৯ জনের শরীরে করোনা, ভারতে আক্রান্ত বেড়ে ৫৬

এক দিনে ভারতে আরও ৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এদের মধ্যে ছয়জন কেরালা ও তিনজন কর্ণাটকের বাসিন্দা। এই নিয়ে ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৫৬ জন।কেরালায় গত তিন দিনে করোনাভাইরাসের ১২টি নতুন পজিটিভ কেস পাওয়া গেছে।

অত্যন্ত ছোঁয়াছে এই ভাইরাস সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেরালা সরকার। করোনাভাইরাস সন্দেহে কেরালার মোট ২৭০ জনের ওপর মেডিকেল টিম নজরদারি চালাচ্ছে। এদের মধ্যে ৯৫ জন ‘হাই-রিস্ক ক্যাটাগরি’তে রয়েছেন।

মঙ্গলবার সকালেই করোনাভাইরাসের জেরে ইরানে আটকে পড়া ৫৮ জন ভারতীয়কে এয়ার লিফট করে দেশে ফিরিয়ে এনেছে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমান। এয়ারক্র্যাফ্ট সি-১৭ গ্লোবমাস্টার দেশের মাটি ছোঁয়ার পর ‘মিশন কমপ্লিটেড’ বলে টুইট করেন পররাষ্ট্র মন্ত্রী এস জয়শংকর। কেরালা, দিল্লি, উত্তরপ্রদেশে ও তেলেঙ্গানার পর সোমবার করোনা হানা দেয় কর্নাটক, পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here