খবর৭১ঃ চীনের থেকে ছড়িয়ে পড়া কোডিভ-১৯ করোনা ভাইরাসে ইতালিতে ত্রাহি অবস্থা। এক দিনে ১৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির সেনাপ্রধানও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর আল জাজিরা, সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, চীনের পর সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে। সেখানকার এক-চতুর্থাংশ বাসিন্দা কোয়ারেন্টাইনে। ১৪টি প্রদেশের ঐ দেড় কোটির বেশি মানুষ বিশেষ অনুমতি ছাড়া এলাকা ছাড়তে পারবেন না। তার পরও মারণ ভাইরাসের বিস্তার রুখতে হিমশিম অবস্থা তাদের।
রবিবার এক দিনে ১৩৩ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা ৩৬৬ জন। ইতালির সেনাপ্রধান জেনারেল সালভেতোরি ফারিনা আক্রান্ত হয়ে নিজেই নিজের বাসায় কোয়ারেন্টাইনে। রবিবার সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় সেদেশে আরো ১ হাজার ৪৯২ জন করোনা রোগীর সন্ধান পাওয়ার ফলে মোট আক্রান্ত ৭ হাজার ৩৭৫ জন। এছাড়া দেশটিতে স্কুল, জিম, জাদুঘর এবং নাইটক্লাব বন্ধের পাশাপাশি সব ধরনের জনসমাগম নিষিদ্ধ। ইউরোপের অন্য দেশগুলোতে ইতালির নাগরিকদের প্রবেশ বন্ধের দাবি উঠেছে।
গতবছর ডিসেম্বর থেকে ছড়িয়ে বিশ্বের মোট ১০৫টি দেশ এবং অঞ্চলে মরণ করোনা ভাইরাস বা কভিড-১৯ ছড়িয়েছে। এর জেরে মৃত্যু হয়েছে অন্তত ৩ হাজার ৮০০ মানুষের। ৩ হাজারের বেশি মারা গেছে কেবল চীনে।