প্রধানমন্ত্রীর জাপান সফর বাতিল

0
476
করোনা আক্রান্তের সংখ্যা কম হলেও আতঙ্কিতদের সংখ্যা বেশিঃ প্রধানমন্ত্রী

খবর৭১ঃ করোনাভাইরাসের কারণে দেশের বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর বাতিল করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে এই ঘোষণা দেয়া হয়।

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা ডাকেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার গণভবনে সভা শেষে আওয়ামী লীগের সব জনসভা ও আলোচনা সভা স্থগিত করা হয়েছে। বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সারাদেশে এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। করোনাভাইরাসের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সন্ধ্যায় দেশের বর্তমান পরিস্থিতি ও মুজিব বর্ষ উদযাপন নিয়ে জরুরি বক্তব্য দেন প্রধানমন্ত্রী। ভয়ের কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে সমস্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রতিটি জেলা-উপজেলায় পাঠানো হয়েছে। এছাড়া সব জেলায় কোয়ারান্টাইনের জন্য আলাদা শয্যা প্রস্তুত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here