খবর ৭১ঃ ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) প্রধান নির্বাচক কে হতে চলেছেন, তা জানা যাবে বুধবার। যদিও দেশটির গণমাধ্যমগুলো জানাচ্ছে, এরই মধ্যে প্রার্থী নির্বাচন করে ফেলেছে বোর্ড। এখন শুধু অপেক্ষ আনুষ্ঠানিক ঘোষণার।
প্রার্থীদের মধ্যে এগিয়ে আছেন বাংলাদেশের সাবেক স্পিন কোচ সুনীল জোশী। যিনি ২০১৭ সাল থেকে দুই বছর সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজদের সঙ্গে কাজ করেছেন। ভারতের জার্সিতে ১৬ টেস্ট ও ৬৯ ওয়ানডে খেলেছেন সুনীল। বাম-হাতি এই স্পিনার ছাড়াও প্রধান নির্বাচক হবার দৌঁড়ে রয়েছেন সাবেক পেসার ভেঙ্কাটেশ প্রসাদ।
বর্তমানে বয়স ভিত্তিক দলগুলোর প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন প্রসাদ। বিসিসিআই’র নিয়ম অনুযায়ী টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচকের পুরো মেয়াদ শেষ করতে পারবেন না। তাই সুনীলের তুলনায় পিছিয়ে রয়েছেন তিনি। সুনিল ও প্রসাদ ছাড়াও এই পদে গুড লিস্টে রয়েছে সাবেক স্পিনার লক্ষ্মণ শিবরামাকৃষ্ণাণ ও রাজেশ চৌহানের নাম। এদিকে জাতীয় দলের বিদায়ী প্রধান নির্বাচক এমএসকে প্রসাদের নির্বাচন কমিটির অন্যতম সদস্য বিদায়ী গগন খোদার জায়গায় সাবেক ক্রিকেটার হরভিন্দর সিংকে দায়িত্ব দিতে পারে ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি।