খবর৭১ঃ বোলিংয়েও দুর্দান্ত শুরু করেছে টাইগাররা। স্বাগতিক বাংলাদেশের ছুড়ে দেওয়া ৩২২ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে ৩ উইকেটে হারিয়ে চাপে পড়েছে সফরকারী জিম্বাবুয়ে।
ব্যাটিং পাওয়ার-প্লের প্রথম ওভারে উইকেট আদায় করতে না পারলেও দ্বিতীয় ওভারে ঠিকই উইকেট আদায় করে নেয় বাংলাদেশের পেসাররা। দীর্ঘদিন পর দলে ফেরা সাইফউদ্দীন নিজের প্রথম ওভারের চতুর্থ বলে ওপেনার টিনাশে কামুনহুকামউইকে বোল্ড আউট করেন। ফলে খেলা শুরু না হতেই উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে।
প্রথম উইকেট পতনের ধাক্কা সামলিয়ে উঠতে না উঠতে আবারো দুই উইকেট হারিয়ে বসে সফরকারীরা। এর মধ্যে একটি পান সাইফউদ্দীন এবং অপরটি পান দল নেতা মাশরাফি বিন মর্তুজা।
টিনাশে কামুনহুকামউইের পর অধিনায়ক চামু চিবাবা ও রেজিস চাকাভাও অল্প রানে বিদায় নেন। আউট হওয়ার আগে চিবাবা ১০, চাকাভা ১১ রান করেন।
ফলে ব্যাটিং পাওয়ার-প্লে শেষ হওয়ার আগেই বাংলাদেশি পেসারদের বোলিং তোপে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছে জিম্বাবুয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত দলটির সংগ্রহ ২৮ রান। ক্রিজে এখন আছেন ব্রেন্ডন টেইলর ও ওয়েসলি মাধেভেরে।