খবর৭১ঃ মদন উপজেলার ফতেপুর এস এ সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম চৌধুরীর বাঘমরা গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতে চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রধান শিক্ষকের হাফ বেল্ডিং বসত ঘরের গ্রিলের তালা ভেঙে জানালা কেটে সুকৌশলে প্রবেশ করে আলমিরার তালাটি ভেঙ্গে ৬ ভরিস্বর্ণা লংকার ও নগদ ১লাখ ৭৩ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। এ খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
প্রধান শিক্ষক শফিকুল ইসলাম চৌধুরী জানান,ছেলে মেয়ে বাহিরে পড়াশোনা করায় আমরা দুই জন স্বামী স্ত্রী বসবাস করি। পাশের ঘরে থাকেন বাবা মা ও ছোট ভাইয়ের পরিবার। আমরা রাত প্রায় ১২টার দিকে ঘুমিয়ে গেলে আনুমানিক ২/৩ টার সময় এ চুরির ঘটনা ঘটে। এ সময় আমার বসত ঘরে থাকা আমার স্ত্রীর ৬ভরি স্বর্ণ ও নগত প্রায় ১লাখ ৭৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে থানায় জানালে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। আমি একটি লিখিত অভিযোগ করব। এ ঘটনায় আমি আতংকে আছি এবং নিরাপত্তাহীনতায় ভোগছি।
এস আই মোঃ মোশারফ হোসেন জানান,খবর পেয়ে আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। উনাকে বলেছি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার জন্য।