১৫ বছর পর ফের ‘নতুন কুঁড়ি’

0
518
১৫ বছর পর ফের 'নতুন কুঁড়ি'

খবর৭১ঃ দীর্ঘ প্রায় ১৫ বছর পর বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় রিয়্যালিটি শো ‘নতুন কুঁড়ি’ আবারও শুরু হতে যাচ্ছে। বিটিভির মহাপরিচালক হারুন অর রশিদ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এর প্রাথমিক বাছাইয়ের কাজ শুরু করবো। পুরো দেশকে ২০টি জোনে ভাগ করে বাছাই পর্ব হবে।

বাছাই পর্ব থেকে বিজয়ীদের নিয়ে হবে মূল প্রতিযোগিতা। ’ ১৯৭৬ সালে শুরু হওয়া এই রিয়্যাটিলি শো’টি সবশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালে। জনপ্রিয় এই রিয়্যালিটি শো থেকে উঠে এসেছেন তারানা হালিম, রুমানা রশীদ ঈশিতা, তারিন আহমেদ, মেহের আফরোজ শাওন, সাবরিন সাকা মীম, নুসরাত ইমরোজ তিশা, মেহবুবা মাহনূর চাঁদনীর মতো গুণী শিল্পীরা।

কোরান তেলওয়াত, গল্পবলা, চিত্রাঙ্কন, একক অভিনয়, দলীয় অভিনয়, লোক নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকগীতি, ছড়া আবৃত্তি ইত্যাদি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘ক’ শাখার প্রতিযোগীদের বয়স সীমা ৬ থেকে ১০ এবং ‘খ’ শাখার ক্ষেত্রে ১০ থেকে ১৫ বছর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here