একুশের বই মেলার অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল এর পঞ্চম বই “পথ হারাবে না বাংলাদেশ”

0
793

খবর৭১: মাওলা ব্রাদার্স প্রকাশ করেছে অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল এর পঞ্চম বই “পথ হারাবে না বাংলাদেশ”। বইটিতে গত এক বছরের সমসাময়িক ঘটনা নিয়ে লেখা ডাঃ স্বপ্নীলের ২৮ টি প্রবন্ধ মলাটবদ্ধ করা হয়েছে।

এই প্রবন্ধগুলো দৈনিক ইত্তেফাক, দৈনিক জনকন্ঠ, বিডিনিউজ২৪, জাগো নিউজ, খবর৭১ সহ বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে।

বইটির মোড়ক উন্মোচন হলো আজ বাংলা একাডেমির একুশের বই মেলার সোহওয়ার্দী উদ্যান অংশে মাওলা ব্রাদার্স প্যাভিলিয়নে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীবউদ্দিন আহমেদ, হাইকোর্ট এর মাননীয় বিচারপতি ওবাইদুল হাসান, হাইকোর্ট এর মাননীয় বিচারপতি এনায়েতুর রহিম, অধ্যাপক ডাঃ সামন্ত লাল সেন, অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, সাবেক উপাচার্য, বিএসএমএমইউ, বিগ্রেডিয়ার জেনারেল মোস্তফা পাশা, আই জি, বাংলাদেশ প্রিজন, ভারতীয় রাজ্য সভার মাননীয় সদস্য ঋতুব্রত ব্যানার্জি, আহমেদ মাহমুদুল হক, প্রকাশক, মাওলা ব্রাদার্স ও মামুনুর রশীদ চৌধুরী, সমন্বয়ক, মাওলা ব্রাদার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here