মুরাদনগরে ৩ দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন

0
600
মুরাদনগরে ৩ দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন

মোঃ রাসেল মিয়া, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজ প্রাঙ্গণে শুরু হয়েছে ৩ দিনব্যাপি অমর একুশে বইমেলা-২০২০। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআইর সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। আঞ্চলিক সাহিত্য ও সংস্কৃতির গুরুত্ব সমৃদ্ধি লেখকদের লেখা নিয়ে নতুন নতুন অনেক বই এসেছে এবারের বই মেলায়।

অনুষ্ঠানে অধ্যাপক আবদুল মজিদ কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আবদুল মজিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি মু. রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হানিফ সরকার, বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাহিদ আহাম্মেদ।

অধ্যাপক আবদুল মজিদ কলেজের গনিত বিভাগের প্রভাষক মোতাহের হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য বিশ্বজিৎ সরকার, রামচন্দ্রপুর আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল হাসেম হাসু, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদ, উপজেলা সদরের ইউপি সদস্য আক্তার হোসেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামীম, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধূরী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহম্মেদ নাহিদ, উপজেলা কৃষকলীগের আহবায়ক কামাল উদ্দিন, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জীবন মিয়া, সাধারণ সম্পাদক আবদুল হাকিমসহ কলেজের সকল প্রভাষক ও শিক্ষার্থীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here