বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সারার সিনেমা!

0
512
বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সারার সিনেমা!

খবর৭১ঃ সাইফ আলি খানের কন্যা সারা আলি খান ও কার্তিক আরিয়ান অভিনীত ‘লাভ আজ কাল’ ছবির রিমেক বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া ছবিটি পূরণ করতে পারেনি দর্শকের প্রত্যাশা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মুক্তির দ্বিতীয় দিনেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘লাভ আজ কাল’। তেমন দর্শকসাড়া মিলছে না। প্রথম দিনের চেয়ে সংগ্রহ কমে ৪০ শতাংশ। শনিবারের পর রোববারও খুব কম সংগ্রহ করেছে।

সাপ্তাহিক ছুটির দিন রোববার আলোর মুখ দেখবে বলে আশা করা করা হয়েছিল। তারপরও ধরাশায়ী হলো সারার সিনেমা।

চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, ভালোবাসা দিবসে বাড়তি সুবিধা পেলেও দ্বিতীয় ও

তৃতীয় দিনে হতাশ করেছে ছবিটি। প্রত্যাশিত দর্শক প্রেক্ষাগৃহমুখী হননি। সামনের দিনগুলো কঠিন হবে।

এর আগে একই নামে মুক্তি পেয়েছিল ছবি। তাতে অভিনয় করেছিলেন সারার বাবা সাইফ আলি খান ও দীপিকা পাড়ুকোন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here